Sunday, September 1, 2013শেষ পর্যন্ত ঠিক হলো, এবার পুজোর ছুটি কাটাবো বাংলাদেশে । ষষ্ঠী বা সপ্তমীর সন্ধ্যেবেলা পৌঁছে যাবো ঢাকা । দু'রাত কাটিয়ে, পরদিন, কবি সরদার ফারুকের নেতৃত্বে, লঞ্চে করে বরিশাল । কীর্তনখোলায় বাদামগাছের নিচে তুমুল আড্ডা । বরিশালের রান্না আমার প্রিয় । বিশেষ করে, ঐ যে, কুচো চিংড়ি দিয়ে শাপলা ফুলের ডাঁটা নারকেল ইত্যাদি মিশিয়ে চমত্‍কার সেই রান্না । বরিশাল থেকে ঢাকা । আজিজ মার্কেটে লোক পত্রিকার সম্পাদক শামীম, বি শামীম রেজা ও পারভেজ হোসেনের সঙ্গে আড্ডা না মারলে সব বৃথা । ওবায়েদ আকাশ আমার অন্তরের মানুষ । তার সঙ্গে নিভৃত আলাপ হবে । আর প্রণাম করতে যাবো অধ্যাপক ও ভালো মানুষ মেসবাহ কামালকে । মফিদুল হককে কি ভুলে যাবো ? অথবা কবি রফিক আজাদকে ? সেখান থেকে সোজা কক্সবাজার । সমুদ্রসঙ্গমে দুদিন কাটিয়ে ফিরবো আমাদের ত্রাণশিবিরে । আপাতত এটুকুই ঠিক হলো Her Highness প্রীতি আচার্যর পরামর্শানুসারে ।

No comments:

Post a Comment