Monday, September 30, 2013

এক ফেসবুক বন্ধু, উত্তম দত্ত, আমার "ধর্মেও থাকিনি জিরাফেও থাকিনি" স্ট্যাটাসটিতে কমেন্ট করতে গিয়ে বলেছেন, "স্বভাবতই তিনি স্বাধীন ও ব্রাত্য" । তাঁর এই মন্তব্য, সংশয় নেই, আমাকে চিন্তার খোরাক জুগিয়েছে । স্বাধীন ও ব্রাত্য শব্দদুটির মধ্যে আপাত কোনো সম্পর্ক না থাকলেও, লক্ষ্য করি, রয়েছে গূঢ় এক ইশারা । তা হলো, আশ্চর্যজনকভাবে, দুটি শব্দই, ব্যাক্তিজীবনে, পরস্পরের পরিপূরক । স্বাধীনতাকামী অধিকাংশ লোকের জীবনেই নেমে এসেছে ব্রাত্য রয়ে যাবার অন্ধ এক অভিশাপ । তার মানে, স্বাধীনতাকামীদের আজীবন ব্রাত্য থেকে যাবার এক সম্ভাবনা ধাওয়া করে তাদের যা থেকে মুক্তির একটিই পথ, আপোষকামী হয়ে যাওয়া । এই আপোষকামিতা সঙ্ঘবিলাসীদের পক্ষে শোভন, কিন্তু স্বাধীনতাকামীর পক্ষে মেরুদণ্ড বিসর্জনসমান । ফলে, তাকে মাথা পেতে নিতে হয় ঐ ব্রাত্য থাকার অভিশাপ । অনেকে, ভুল করে, একে অহংসর্বস্ব, বলে, প্রচার করতে থাকে আর এই প্রচারকারীরাই, কে না জানে. মূলত সঙ্ঘবিলাসী ।

No comments:

Post a Comment