Wednesday, September 17, 2014

দেবতাদের সব অভিশাপ, তোমার নীরবতা, বিষকলসের শেষ নির্যাস এক চুমুকে পান করবো, বলে, আজ চলে এসেছি মরুনিকেতনে !
এসে, দেখছি, পূণ্যবান ও সতীর মেলা বসেছে বালির শহরে !
কত শস্তায় বিকোচ্ছে খ্যাতি সহ পুরস্কার, ধর্মগীতি গাইছে বোবা, শুনছে বধির, মিছিলে এসেছে পঙ্গুরা !
এই উত্সবের উল্টোদিকে আদর্শের প্রদর্শনী, এসব পার হয়ে, আমি চলেছি বৈতরণীর দিকে !
তোমাদের সকল অভিসম্পাত এবার গলায় ঢালবো, বিষ সহ, নীরবতা, দৈবশাপ মিশিয়ে...

এটুকুই বাকি ছিলো !

No comments:

Post a Comment