Monday, September 8, 2014

সংজ্ঞামাত্রই বিপজ্জনক এবং একই সঙ্গে বিভ্রান্তকরও বটে !
হয় তো একারণেই নানা সংজ্ঞার আয়োজন ! এই আয়োজনে উপকারের চাইতে অপকারই হয়েছে বেশি !
অন্ধের হস্তিদর্শন কথাটি এ প্রসঙ্গে প্রণিধানযোগ্য !
সংজ্ঞা মূলত ব্যক্তির নিজস্ব ধারণা, কোনরকমেই তা সর্বজনীন নয় ! কেন না, তা পূর্ণকে ধরতে পারে না, স্পর্শ যদিও করে, তা অংশত !

No comments:

Post a Comment