Monday, September 8, 2014

আত্মকলহের পথে দেখা,
ঐটুকুই, বাকি
সব ছিলো তোমার গোপন,
পথ তো বন্ধুর,
ফলে, ব্রেক কষে যেতে হয়
লং ড্রাইভে, নাহলে, বোঝো,
এতদিনে, আত্মকলহের
রাত মুখরিত
হতো রশীদ খানের সুরে
বেজে ওঠতো কবিতা, পথ
বিপরীতগামী,
তবু ঘুরে এসে একদিন
মিশে যাবে কবরের পাশে...
এই জেনে, তুমি
পরিক্রমা করো একা একা
দুপুরের বাসে,
দুপুর আমাকে টানে এক
অবৈধ কলোনী থেকে আর
এক কলোনীর
দিকে, যেখানে তোমার বাস
আত্মকলহের ঘোর পথে !

No comments:

Post a Comment