Wednesday, September 17, 2014

গুরু বিনে গতি নেই...
এই কথাটির আড়ালে রয়েছে গুরুবাদ, যা একজন মানুষ বা মানুষীর চেতনাকে পঙ্গু করে দেয় তীব্র ভাইরাসের মতো !
পুরোহিত বা মোল্লাতন্ত্রের এক সরল সংস্করণ এই গুরুবাদ !
ঈশ্বর বা আল্লাহ আছেন কি নেই, সেই কূটতর্কে না গিয়েও বলা যেতে পারে, তিনি যদি সৃষ্টিকর্তা বা পিতা হয়েই থাকেন, তাহলে, পিতার কাছে যেতে তৃতীয় কোনো লোকেরপ্রয়োজন হবে কেন সন্তানের ?
এই তৃতীয় ব্যক্তি তো দালাল বা মধ্যস্বত্বভোগী ছাড়া কেউ নয় ?
চিরকাল, পাপ ও পূণ্যের নামে এই দালালশ্রেণী মানুষকে তার অজ্ঞানতা থেকে দূর করার নামে ঠেলে দিয়েছে আরও গভীরতর অন্ধকারের দিকে !

No comments:

Post a Comment