Monday, September 8, 2014

একটি লেখা হয়ে ওঠলো কি না, বুঝতে, কম পক্ষে দশ বছর সময় দরকার ! তার আগে তা যদি আগুনে পুড়ে যায় বা কীটখাদ্য হয়ে ওঠে, তাহলে, অপেক্ষার প্রয়োজন নেই !
এ প্রসঙ্গে, কৃত্তিবাসে , তখন অক্রুর দত্ত লেন থেকে প্রকাশিত হতো প্রতি মাসে, সন্দীপন চট্টোপাধ্যায়কৃত এক গ্রন্থালোচনার কথা মনে পড়ে,
যা সেই সময় প্রচণ্ড আলোড়ন তুলেছিলো !
তিনি লিখেছিলেন, ...কাব্যগ্রন্থটি আগুনে দিয়ে দেখলাম, দাউ দাউ করে জ্বলছে !

No comments:

Post a Comment