Wednesday, September 17, 2014

দরোজা ছিলো কি ? আমি তো এসেছি জানালা টপকে !

দেখেনি তো কেউ ? লোডশেডিংয়ের ফাঁকে চলে
এসেছি তোমার কাছে !

শ্বশুর ঘুমিয়ে গেছে ?
আয়ান কোথায় ? সে কি আজও চিটফাণ্ডের দালালী করে ? ফেরেনি মিছিল থেকে ?

উঠে বসছো যে !
আমাকে নেবে না ? তোমার ঐ
উপত্যকা জুড়ে আজ বন্যা,
ভেসে যাচ্ছে কালীদহ,

নৌকোহীন আমি,
পার হবো তোমার যমুনা !

গুলি বর্ষণের ফাঁকে ফাঁকে
সন্ধ্যার প্রণয়
গাজা আর ইউক্রেণ জুড়ে...

মুখ নামিয়ে আনছি
উড়োজাহাজের
বন্দর কি খুব দূরে ?

জানালা গলে ঐ
আসছে বাতিঘরের আলো

এসো, এবার অবৈধ পুজো
শুরু করি মন্ত্রহীন
গোপন সে তন্ত্রসার আরাধনা

পূণ্য থাক দূরে,
তুমি তো পূণ্যের কারবারী
নও, নীতিমালা

দিয়ে, চলো আজ
শুরু করি রাজসূয় যজ্ঞ !

No comments:

Post a Comment