Monday, September 8, 2014

দীর্ঘহাত রেখো, কুয়ো,
ঐ গভীরে তার স্পর্শ
নিও, উষ্ণতার মতো
থিরবিজুলীর ছায়া
ঘিরে আছে, ও শীতল,
প্রস্রবণ তবু জানে
কিভাবে ছড়িয়ে গেছে
গুল্মলতা, ও সবুজ
পিচ্ছিল সুড়ঙ্গ যেন
দীর্ঘহাত সেখানে কি
যেতে পারে, কুয়ো বিনা
সম্মতির পথ ধরে !
নিও, এই অন্ধকার,
বালতির টান টান
কথকতা সহ এই
গ্রীষ্মদিন, বর্ষাকাল...

No comments:

Post a Comment