Monday, September 8, 2014

কাটা মুণ্ডুও কথা বলে,
শোনোনি তা তুমি,
নুলো হাতে ধরে রাখি
হৃদকম্পনের সিলেবাস,
উড়ে যায় পাতাগুলি দূরে
উদ্যানপীড়িত রোদে
প্রজাপতিগুলি
নীল, নীল এনেছে আকাশে
নীল বুঝি একা এক স্বপ্ন ?
মাঝরাতে ঘুম
ভে ঙে গেলে নেমে আসে
তীব্র হাহাকার
কাটা মুণ্ডু পান করে এই
হাহাকার...অনেক জন্মের
ঋণ বোঝা হয়ে চেপে আছে,
তোমাকে কি দেবো ?
নাও তবে অন্ধ দুই চোখ
কাটা জিহ্বা, রক্তনীল জবা...

No comments:

Post a Comment