Wednesday, September 17, 2014

তোমার মলিন কেশগুচ্ছ উড়ে যাচ্ছে মহানিদ্রা থেকে দূরে,
ঘুমের ভেতর তুমি, মনে হল, বড় দুঃখী, পাথরপ্রতিমা,
সবুজ নাইটি সরে গেছে মহাপ্রস্থানের দিকে, ঊরুসন্ধি ব্যবহারহীন, কাঁধ থেকে খসে পড়েছে নাইটিটির হাত, পাকা দুটি ডালিমের উপরে ভ্রমর বসে আছে, মনে হল, এই ভোরের আলোয়, শ্বাস-প্রশ্বাসের ধ্বনি থেকে ক্রমে ঝরে যাচ্ছে দুঃখ !
গৃহ জতুময় জেনেছিলে,
তবু এই গৃহটানে তোমার জীবন পূর্ণ হচ্ছে শূন্যতায়...

পথ জানে, তোমার বেদনা,
দীর্ঘশ্বাসময় এই ভোরে
তুমিই রচনা করো নীরবসঙ্গীত

আমি তার একমাত্র শ্রোতা...

No comments:

Post a Comment