Tuesday, May 5, 2015

যে পথে এসেছি চলে সেই পথ
তমসার ঘর আলো করে
চলে গেছে দ্রুত পায়ে জঙ্গলমহলে
পুরনো বন্ধুরা বলে, চলে এসো, ভ্রান্তি থাক পড়ে
ধূ ধূ মাঠে, অন্তরীক্ষে,শূন্যেজলেস্থলে
শুদ্ধিকরণের পথে, ছিন্নজিহ্বা,
ফিরে এসো আমাদের দলে !
(চান্দ্রমাস-এ প্রকাশিত)

No comments:

Post a Comment