Tuesday, May 5, 2015

যৌনতা আনন্দের, তা হয়ে থাকে নারী ও পুরুষের সম্মতিতে, অর্থাত্, যৌনতা শুধু শরীরের দাবি নয়, মনেরও ! 
এই সামান্য কথাটিও যারা বুঝতে নারাজ, তারা পশুরও অধম ! এক পশুও তার সঙ্গিনীর সম্মতি ছাড়া সঙ্গমে লিপ্ত হয় না কখনও !
এই উপমহাদেশে, যেহারে ধর্ষণ বেড়ে চলেছে, তা উদ্বেগের ! এর পেছনে সোসিও-সাইকো কোনো বিষয় আছে কি না আমি জানি না, গবেষকগণ বলতে পারবেন তা ! প্রশাসন কঠোর ব্যবস্থা নিলে খানিকটা হয়তো প্রতিরোধ করা যেতে পারতো, তাও সম্ভব হচ্ছে না, যারা ধর্ষকের ভূমিকায়, তারা কোনো না কোনো রাজনৈতিক দলের লোক, ফলে প্রশাসনও এ বিষয়ে, প্রায় ক্ষেত্রে, নীরব দর্শক হয়ে থাকে !
পুরুষতান্ত্রিক সমাজে নারীকে সম্পত্তি ব্যতীত আর কিছুই ভাবা হয়নি, পরিণামে, তাদের উপর নেমে এসেছে মনুসংহিতা থেকে হাদিস, এগুলি যে পুরুষের কায়েমীস্বার্থে রচিত, এ বিষয়ে কারও সংশয় থাকা উচিত নয় !
নারীর পায়ে শিকল পরিয়ে রাখার জন্য পুরুষরচিত এই সকল নির্দেশাবলী অমান্য করতে না পারলে নারীর মুক্তি নেই, আর ততদিন নারীকে যৌনদাসী হিসেবেই দেখবে পুরুষ

No comments:

Post a Comment