Tuesday, May 5, 2015

আমার এক মাস্টারমশাই তার নামের আগে এবং পরে অনেক শব্দ জুড়ে দিতেন তার নেমপ্লেটে ! নামের আগে দিতেন পণ্ডিত, পরে কাব্যশাস্ত্রী, বিএ অনার্স, বিটি, এমএ (কলি)ইন সংস্কৃত, এমএ (বিএইচইউ) ইন ইংলিশ বিএড...
এটা মূলত নিজেকে জাহির করা, মাস্টারমশাই এই দেখনদারি খুব পছন্দ করতেন !
এখনও এটা আমাদের মধ্যে রয়ে গেছে, লক্ষ্য করলেই দেখবেন, কেউ কেউ নিজের নামের আগে 'কবি' লিখছেন অম্লানবদনে ! কেউ আবার সাহেবিয়ানা মতে, Poet.
আমার মাস্টারমশাই উদ্বাস্তু ছিলেন, ভাবতাম, তিনি এসব করতেন ঐ উদ্বাস্তু মানসিকতা থেকে, যাকে আমরা বলে থাকি আইডেনটিটি ক্রাইসিস, নামের আগে কবি বা পোয়েট লিখে কি এই ক্রাইসিস থেকে পরিত্রাণ পাওয়া যায় ?

No comments:

Post a Comment