Tuesday, May 5, 2015

এখন আর বিপ্লব দীর্ঘজীবী হয় না, কেন না, সে পেয়েছে ক্ষমতার স্বাদ !
এখন 'দুনিয়ার মজদুর এক হও' উচ্চকিত ঐ শ্লোগানটকেও মনে হয়, ফাঁকির ! হও আর হই-এর এই ফাঁকে ট্রেড ইউনিয়ন নেতাদের রাজত্বও ধরা পড়ে চোখে ! মজদুর মজদুরই থেকে যায়, মাঝপথে দালালদের পোয়া বারো !
এখন পতাকাগুলিকে কাপড়ের টুকরো ব্যতীত আর কিছুই মনে হয় না ! কেবল রঙের পার্থক্য !
তাহলে কি আমিই গেছি পালটে ?
না কি...

No comments:

Post a Comment