Tuesday, May 5, 2015

, আমার ঘরে চলুন, হাঁসের ডিম পাবেন !
মনোয়ারাদের ঘরে যেতে পথে খোকনের সঙ্গে দেখা, মনোয়ারার দেওর, সাদরে আমাদের নিয়ে গেলেন তাদের ঘরে ! 20 টা ডিম কিনলাম 100 টাকা দিয়ে, সঙ্গে কুমড়োর ডাটা ! আমাদের দেখে আশেপাশের মহিলারা জড়ো হলেন, হঠাত্ দেখলাম একটা 10/12 বছরের মেয়ে 6 টা হাঁসের ডিম নিয়ে হাজির ! অগত্যা তার ডিমগুলিও নিলাম কিনে !
ফেরার পথে ঐ খোকনই এলো আমাদের প্রধান সড়ক পর্যন্ত এগিয়ে দিতে !
ঘরে এসে মনে হলো, রাজনীতির অপচ্ছায়ায় থেকেও গ্রামে এখনও রয়ে গেছে সেই সরলতা !
Like · Comment · 

No comments:

Post a Comment