Tuesday, May 5, 2015

এক.
যেদিকে সূর্যাস্ত হয় তার উল্টোদিকে আজ মোরগলড়াই
ধুলি ওড়ে মাঠ জুড়ে, সঙ্গে নীল ছাই !
আমি তার কিছু হাতে নিয়ে এসেছি তোমার কাছে,
যদি মৃত মোরগটি কোনোক্রমে বাঁচে !
যদি তুমি দাও তাকে এ যাত্রা বাঁচিয়ে,
কিছুদিন আরও যাবো ঘোলা জলে মানুষ নাচিয়ে !
নশ্বরতা, লাল ঝুঁটি মোরগের দোসর তুমিও,
সূর্যাস্তের দিকে এসে লড়াই থামিয়ে চাই অরণ্যভূমিও !
(চান্দ্রমাস-এ প্রকাশিত)

No comments:

Post a Comment