Tuesday, May 5, 2015

ছায়া থেকে সরে গিয়ে তুমি
পুনরায় ছায়ার সন্ধানে
কাটিয়েছো ভাদ্রের দুপুর,
প্রবল ঝড়ের মুখে উড়ে গেছে ছাদ
জানালার কাচ
ঘরের সিলিং ভেঙে ছারখার হলে,
ভেবেছো, নিয়তি
কেন বাধ্যতে ? কি দোষ নিয়তির,
নিজ হাতে সরিয়ে দিয়েছো
ছায়া, অপার্থিব বৃক্ষ থাকে
গোপন সিন্দুকে,
সে কথা বলেনি কেউ ? না কি
সব ভ্রম ? ছিলো না ছায়াও ?
একা, অন্ধকার ঘরে, তুমি
কি করে ছায়াকে পাবে আজ
শূন্য করতলে ?

No comments:

Post a Comment