Tuesday, May 5, 2015

ঈশ্বরের সঙ্গে পুনরায় দেখা হলো আজ, মন্দিরের গেটে, ভিক্ষাপাত্র হাতে বসে আছেন তিনি ! তার মুখে অন্ধকার, অথচ পায়ের কাছে এসে পড়েছে মন্দিরের আলো !
তাকে দেখে, এগিয়ে যাই, বলি, আপনি ? এখানে ? এভাবে ?
একটু লজ্জা পেলেন যেন, বললেন, এখানেই তো আমার ঠাঁই ! 
তাহলে, ঐ মন্দির...
কথা শেষ করতে দিলেন না তিনি, ওখানে তো কিছু মূর্তি, আর কিছু নির্বোধ লোক ! মন্দিরে আমার ঠাঁই নেই !
কোনো কথা বলতে পারি না, তাকিয়ে থাকি ঈশ্বরের দিকে, বহুদিন স্নান করেননি, উস্কুখূস্কু চুল, চোখে পিঁচুটি !
বললেন, একটা সিগারেট দেবে ?

No comments:

Post a Comment