Thursday, August 6, 2015

একটি কথাও আর নয় । দেয়ালের কান আছে ।
চারদিকে গুপ্তচর । আমরা এখানে
একটা মিশনে এসেছি । সফল হোক
আগে । তারপর ভাবা যাবে ।
সঙ্কেত খেয়াল রেখো, তিন আর পাঁচ,
মাঝখানে চার নেই । মাঝথানে শূন্য ।
তিন আর পাঁচ মানে যোগ, না কি গুণ ?
মিলছে না ? আরোহী পদ্ধতি মনে আছে?
তার উল্টোদিকে সে রয়েছে ।
গুপ্তধন সহ । কি দেখছো ? ঐ যে, তালা ! পাঁচ থেকে তিন বাদ দাও ।
থাকে দুই । তালাটির ম্যাচিং নম্বর পেয়ে গেলে ?
এবার মিশন শুরু করো ।
মনে রেখো, মিশন সফল হলে হনিমুন ট্রিপ ।

No comments:

Post a Comment