Thursday, August 6, 2015

ভীম পুরাণের গল্প যার মুখে শুনেছিলাম, তিনি প্রণম্য এক কথক । মহাভারতের গল্পগুলিকে নিজের মত করে পরিবেশন করে যে কথক আনন্দ দিতে পারেন, তিনি তো প্রণম্যই ।
যা নেই, তাকে বাস্তবের কাহিনী করে তোলার অসাধারণ ক্ষমতা ছিল তাঁর ।
আজ, সেই প্রবাদপ্রতিম কথক ধন সিংহকে মনে পড়ছে খুব ।

No comments:

Post a Comment