Thursday, August 6, 2015

নগ্নতা জরুরি । সকল সম্পর্ক আজ
দাবি করে নগ্নতার । পোশাকের দিন
শেষ হয়ে এল । এতে জটিলতা বাড়ে ।
পোশাক ভানের অঙ্গ, অথবা আড়াল
করে রাখে মুখ । এই ভেবে,
খুলে ফেলছ পোশাক, খুলে
রাখছ লিসিয়া, ঐ নকল হাসিটিও ।
তখনই, আকাশের তারাগুলি জ্বলে
ওঠে একে একে ।

No comments:

Post a Comment