Thursday, August 6, 2015

ঐ খোলসটুকু, জানি, সত্য ।
শীত পার হয়ে গেলে ভূমিকাসম্বল
এই দেহ পড়ে থাকে, ফিরে তাকাবার
সময় কোথায় ?
ফিরে তাকাতেই হয় কোনো একদিন ।
ততদিনে ঋণ বেড়ে যায়
সুদে ও আসলে, অধমর্ণ বোঝে না তা ।
কুড়িয়ে পেয়েছে দীর্ঘ শ্বাস, সে-ই জানে,
অতিপ্রেম খোলস বিহীন,
দেহ তার আরাধ্য দেবতা । খোলসের
দিকে যেতে যেতে ভোর হয়ে আসে
ঋণগ্রস্ত রাত ।
খোলস ছাড়িয়ে সে জেনেছে এ সত্য ।

No comments:

Post a Comment