Thursday, August 6, 2015

যাবার সময় হল, এবার বিদায়...
কাকে বলা হল কথাগুলি ?
কাকে ? অন্ধকার
চারদিকে ঘনিয়ে আসছে ।
দূরে নিশীথের আলো, তাকে বলা হল ?
শিরা কেটে বসে আছে মুগ্ধবোধ গান,
নিশ্চল চোখের তারা থেকে
ভেসে আসে রূপকল্পদিন । এই সব
ছেড়ে চলে যাবে, তার প্রস্তুতির
শেষ মুহূর্তের সাথী, বিদায় তাকেও ।
এ পৃথিবী সুখী হোক, বলে, চলে যাচ্ছে
দুটো চল্লিশের শেষ ট্রেন ।

No comments:

Post a Comment