Thursday, August 6, 2015

উড়ে আসে রাত্রিমথ ঘুমের ভেতর
খুঁটে খায় সকল কলঙ্ক
শরীরের গ্রন্থি সহ ইচ্ছা ও অনিচ্ছা
সব তার খাদ্য, এ হৃদয়
কখন যে খাবে, সেই ভয়ে জেগে থাকি
ত্রস্ত এই ঘুমের ভেতর ।

No comments:

Post a Comment