Thursday, August 6, 2015

বৃক্ষ কি দেবতা, শাপভ্রষ্ট ?
নক্ষত্রপুঞ্জের সঙ্গে দুধশাদা পথ
নেমে এসে প্রণাম জানায়...
কাল রাতে এই দৃশ্য দেখে
অন্ধ হয়ে গেছে দুই চোখ !
বৃক্ষটি প্রাচীন, তার ডালপালা
যেন সন্ন্যাসীর জটাচুল !
ধ্যানমগ্ন দুই হাত তুলে
কি প্রার্থনা করে ? কার কাছে ?
হাওয়া বয়, চারদিকে প্রার্থনাসঙ্গীত
নীরব ধ্বনির মত শ্বাস
ছায়াপথ, বুকে তুলে নেয়
তাকে, গভীর আশ্লেষে, যেন
সে পুরুষ তার, ঝুঁকে আছে
তার সামনে আকাশ, নক্ষত্রমণ্ডল !
এটুকুই মনে আছে, এই অন্ধ চোখে
এটুকুই রেখেছি গোপনে !

No comments:

Post a Comment