Thursday, August 6, 2015

তাহলে কি শেষ ধর্মযুদ্ধ শুরু হতে যাচ্ছে খুব শীগগীরই ?
দীর্ঘদিন নয়, বহুকাল ধরে, এর প্রস্তুতি, কে শাসন করবে এই দুনিয়া ? খ্রীস্টান না মুসলিমরা ? মুসলিম ধর্মে বিরোধীদের ঠাঁই নেই, তারা হয়, মুসলিম হও, না হয়, শির দাও, এতে বিশ্বাসী । অন্তত, মুসলিম ইতিহাস তা-ই বলে । খ্রীস্টানদের পদ্ধতি আর এক রকম, তাদের বিস্তার পদ্ধতি লোভ দেখিয়ে ।
এই দুই ধর্ম আজ মুখোমুখি সম্মুখ সমরে, আর তারা এবার এই ধর্মযুদ্ধক্ষেত্র হিসেবে বেছে নিয়েছেন আমাদের এই দেশ ভারতবর্ষকে ।
এ দেশের মানুষ বরাবর নিরীহ, শান্তিপ্রিয়, বৌদ্ধধর্মের প্রভাব, চৈতন্যের প্রভাব থেকে বেরিয়ে আসতে পারিনি আমরা । উগ্র হিন্দুত্ববাদীদের আস্ফালনও নেই, তা নয়, বরং প্রকটভাবে তা আছে ।
এই ধর্মযুদ্ধে তাদের অবস্থানই বা কি হবে ? কেউ জানে না, সরকারের ভূমিকাই বা কি হবে ?
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকায়, এই ধর্মযুদ্ধের আভাস দেওয়া হয়েছিল পনের-কুড়ি বছর আগে, বলা হয়েছিল, এটা বিশ্বযুদ্ধের রূপ নেবে । এবং তা হবে ভারতের মাটিতেই, হয় তো, উপমহাদেশ এই যুদ্ধে ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হবে, প্রাণহানি ঘটবে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের চাইতে শতগুণ বেশি ।
এই ধ্বংসযাত্রা থেকে কি আমাদের পরিত্রাণ নেই ?
(দয়া করে আমাকে মুসলিম বিরোধী, বা, খ্রীস্টানবিরোধী বলে ভাববেন না । কোনো ধর্মেই আমার বিশ্বাস নেই, ধর্ম অন্ধত্বই বাড়ায়, আলোকিত করে না । এটা বারবার প্রমানিত।)

No comments:

Post a Comment