Thursday, August 6, 2015

টাইমজোন পালটে গেছে সম্ভবত,
না হলে আমার বারোটার সঙ্গে কেন
তোমার বারোটা মিলছে না ?
এই এক মুশকিল, টাইম মূলত
ধারণার এক চরম উদাহরণ, আর এটা
ভুলে যাচ্ছি, বলে, আমাদের
পিছিয়ে পড়তে হয়, বিজ্ঞাপন দেখো,
...না হলে পিছিয়ে...পড়া আছে ?
অর্থাৎ পিছিয়ে নেই তুমি !
ধারণা সরবরাহ করে তারা, কিনে নিচ্ছ
তুমি ক্রেতা, বিক্রেতার মনোপলি মেনে
নিজেকে পালটে নিতে নিতে
একদিন তোমার ঐ সেরিব্রাল হবে
কর্মহীন, টাইমজোনের কথা ঠিক
ভুলে যাবে । বলবে না, আমার বারোটা
তোমার বারোটা নয় । এক হয়ে গেছে
সব, ভেবেও, দেখবে, এক নয় আর ।
তখন টাইমজোন নেই, আমি নেই,
তুমি নেই, রয়ে গেছে শুধু বিজ্ঞাপন ।

No comments:

Post a Comment