Thursday, August 6, 2015

পয়ারের মায়া ছেড়ে
যাব না কোথাও !
মাত্রাবৃত্ত দূর থেকে
হাঁকে, কোথা যাও ?
স্বর বলে, কাজ নেই
সতীনের ঘরে,
আমাকে গ্রামীণ বলে
অবহেলা করে !
বিছানা কাঁপাতে পারি
সঙ্গতে সঙ্গতে !
পয়ার কি জানে তার,
বাঁচে কোনো মতে !
চুপ করে শুনি আমি
স্বরবৃত্তকথা,
সকলই সঠিক তবু
রাত্রিসরলতা
পয়ারের কাছে পাই,
মাত্রা তো গম্ভীরা,
ছল তার পূর্ণ করে
শিরা-উপশিরা !
বুকের ভেতরে স্বর
রাখে এক গ্রাম
কুতকুত খেলা হয়
অবশিষ্ট যাম !
পয়ার জীবন আনে
মরণের দেহে,
স্বর তা বোঝে নাআজ
অতিরিক্ত স্নেহে !

No comments:

Post a Comment