Thursday, August 6, 2015

'এই এঁকে দিলাম সীমানা ।
এর বাইরে না । ভেতরে না । '
'কোথায় রাখি পা ?'
'দক্ষিণে ঐ বৈতরণী, উত্তরে ত্রিধারা,
পশ্চিমে ঐ শূন্যকরতল,
পরিসীমা এই এতটুকু ।'
'ত্রিভুজ ? ঐ মোহনার শেষে
জলসহচর । সেখানে পা
রাখবো কি করে ?'
'সে জানি না । শর্তহীন এই শর্তগুলি
মেনে চলো । না হলে, ট্রাফিক
সিগন্যাল পড়ে যাবে তোমার চৌদিকে ।
প্রহরা ত্রিতাল ।'

No comments:

Post a Comment