Thursday, August 6, 2015

লক্ষণগণ্ডীর মত পরিসীমা এঁকে দিয়ে, তুমি
বলেছ, এখানে সূর্যোদয়, তারপর,
বাকি পথ মরুতীর্থে গেছে ।
তোমার তর্জনী যতদূর যায়, ততদূর দৃষ্টি
যতদূর দৃষ্টি যায়, সেদিকে তাকিয়ে
দেখি, দলে দলে নেমে আসছে বিষণ্ণ পর্যটক
ক্লান্ত ও হতাশ দিনগুলি ক্রমে উড়ে যেতে থাকে
পরিসীমা থেকে আরও এক আশ্চর্য সংজ্ঞার দিকে ।

No comments:

Post a Comment