Thursday, August 6, 2015

নিজেকে, একটু একটু করে খুঁড়তে গিয়ে, দেথি, এই প্রত্নসন্ধ্যা জুড়ে,
তিনি বসে রয়েছেন সিংহাসনে । তার চোখ থেকে বিচ্ছুরিত
সর্পনীল আলো বেরিয়ে আসছে, যার আভায় এই মুহূর্তটুকু, মনে হচ্ছে,
বড় বেশি দীর্ঘ । তিনিই আমাকে শূন্যপ্রভা থেকে রেখেছেন
আড়াল করে । টের পাই, প্রতিটি দিনের শেষে, তার শ্বাস সোঁ সোঁ করে
ধেয়ে আসে এই মুহূর্তের দেশে । তাকে প্রণাম করি, এই নিঃস্ব দিনে,
তিনি আলোকিত করে রেখেছেনন আমার ভেতরের অন্ধকার ।

No comments:

Post a Comment