Thursday, August 6, 2015

জানালাটা খুলে দাও, হাওয়া আসুক ।
এবার সরিয়ে দাও নাকের ঐ নল ।
নার্স, চোখ দুটি মুছে দাও একবার ।
ঠোঁটের ঐ কষ বেমানান,
হাঁ করা মুখটা ঠিক করে দাও আর
এই পোশাকও ।
মৃতদেহে পোকা ধরবার আগে নিয়ে
যেও কবরে, শ্মশানে নয় ।
পুড়তে আমার বড় ভয় ।
তা ছাড়া সারাজীবন পুড়তে পুড়তে
কাটিয়েছি । আর নয় । কেউ কি এসেছে
দেখতে ? আমাকে ?
কেউ নয় ! ও, হাওয়া, আসুক...

No comments:

Post a Comment