Thursday, August 6, 2015

এই বেকারজীবনে আমার সম্বল
বই, ল্যাপটপ, আর এই ফেসবুক !
রান্না করি নিজের খেয়ালে ।
বাজারও করি, দরদাম করি খুব ।
মাছ কিনি ইলিশ বা রুই,
চিংড়ি, ট্যাংরা, পুঁটি ও ফলুই । কিনি
শাক ও সব্জির সঙ্গে কিছু ফলমূল ।
কেনাতে আনন্দ আছে, ফলে, কিনে আনি
সিগারেট, মদ ।
পান-জর্দা নিয়মিত কিনতেই হয় ।
বেকারজীবনে এছাড়া কি আছে আর ?
রাজনীতি, ধর্ম থেকে বড় দূরে থাকি
যেভাবে পাহাড় থাকে দূরে
সমুদ্রের থেকে, দেশলাই কাঠি থাকে
মোমবাতি থেকে বহুদূরে ।
যেভাবে কবিতা থাকে আমার সীমানা
থেকে কোটি কোটি ক্রোশ দূরে ।
কবিতা জানে না, তাকে ছাড়া
আমার জীবন অর্থহীন ।

No comments:

Post a Comment