Thursday, August 6, 2015

ফাঁসির বিরুদ্ধে আমি, তা, যে কোনো ফাঁসিই হোক । আগে, শূলে চড়ানো হতো, গিলোটিনে হত্যা করা হতো, গুলি চালানো হতো, এমন কি হাতির পায়ের নিচে ফেলে হত্যা করার পৈশাচিক আনন্দও লাভ করতেন শাসকগণ ।
শাসকের বিরুদ্ধে যারা মাথা তুলেছেন, তাদের আরও নানা পদ্ধতিতে হত্যা করা হতো । হিটলার গ্যাস চেম্বারের ব্যবস্থা করেছিলেন । স্টালিন গুপ্তহত্যার, মাও সে তুং শত পুষ্প প্রস্ফুটিত হোক বলে সকল বিরোধীদের হত্যা করেছিলেন।
সে আলাদা বিষয় । 
অপরাধীর সাজা আমিও চাই, তা বলে, ফাঁসি নয় । অপরাধের মাত্রা বুঝে আরও গুরুতর সাজা দেওয়া হোক ।
বলে রাখা দরকার, আমি যে কোনো হত্যার বিরোধী ।

No comments:

Post a Comment