Thursday, August 6, 2015

দু' লাইন লেখো, এর বেশি
তোমার মুরোদ নেই, কবি, রাত জেগে
বন্যাত্রাণে গিয়েছ কখনও ?
ডুবে যেতে যেতে শিশুটিও
আঁকড়ে ধরেছে যার গলা, সেও এক
মৃত নারী, ভেসে গিয়েছিল প্রবল জলের তোড়ে
অথবা সে বৃদ্ধ, যাকে ফেলে চলে গেছে
তার ছেলেমেয়ে, ডালে বসে
প্রতীক্ষা করছে ত্রাণশিবিরের নৌকো,
আর্ত মানুষের কাছে দাঁড়িয়েছ আগে ?
দাঁড়াওনি ! কি হবে তা হলে এই সব
লিখে ? মাঝরাতে, ঘুম ভেঙে গেলে
চেয়ে দেখো, তুমি নও, তোমার বদলে
আর কেউ লিখে যাচ্ছে অর্থহীন প্রেমের কবিতা !
তাকে বলো, প্রেম নয়, মাঝে মাঝে প্রয়োজন হয়
আর্ত মানুষের সঙ্গ, তাদের বেদনা
আর দীর্ঘশ্বাস থেকে উঠে আসা নগ্ন অভিধান !

No comments:

Post a Comment