Thursday, August 6, 2015

নিয়তির সঙ্গে সারারাত
অনিদ্রার সঙ্গে সারারাত
সে কি এসেছিল ?
মাঝরাতে তীব্রতম ঝড়
মাঝরাতে বৃষ্টি নামে খুব
সে কি এসেছিল ?
শান্ত হয়ে আসে এই ভোর
পাখিদের ঠোঁটে ঠোঁটে ভোর
এসেছিল তবে !

No comments:

Post a Comment