Tuesday, May 5, 2015

এই নাও মদ, মৈথুনের আগে
এই উপচার,
মাংস ও মুদ্রা, দেবি, নাও,
মত্স্য পুরাণ পার হয়ে
এসো, বিপরীত আসনে তোমার
অধিস্থান হোক...
শৃঙ্গার ব্যতীত এই পূজা অসম্পূর্ণ,
চুম্বনের মত মন্ত্রপাঠ,
ওম্ ক্লীং শ্রীং ফট্ স্বাহা
মূলত লেহন, জেগে ওঠো
প্রাণে, জাগো, দেবি,
বিপরীত আসনের থেকে
সঞ্চালিত মুদ্রা, ধীর থেকে
ক্রমে অধীরা তোমারবিস্ফারিত রূপ
একবার, সকল শব্দের
শেষে ফুটে ওঠুক পদ্মের মত লালে
এই নাও দেহ,
মন ঝরে পড়ছে তরলে
নাও, নাও আর পূর্ণ করো
ভাসাও প্লাবনে !

No comments:

Post a Comment