Tuesday, May 5, 2015

অহন ঘুমামু...
তুমি হুদাই জাইগ্যা দেখো
মাইনষে কিতা করে জাইগ্যা জাইগ্যা !
খায়াদায়া কাম নাই, পেটে পড়ে লাথ,
বিয়ানে হুজুর আয়, রাতে আয় নদী,
কি কাম জাইগ্যা থাকি, ডুব দিই তলে..
অহন ঘুমামু আমি তোমার ঐ বুকে,
আদর কইরো, যদি পারো
নদীর লাহান !

No comments:

Post a Comment