Monday, April 7, 2014

ডুবুরি হবার আগে জেনে নিতে হয় শর্তাবলী ।
কাকে বলে শ্বাসাঘাত, কাকে চোরাটান,
জলোচ্ছ্বাস বেড়ে গেলে, শক্ত হাতে দু'কাঁধ আঁকড়ে
কিভাবে সামাল দিতে হয় মাঝপথে নেমে আসা তীব্র আগ্রাসী কামড়
জেনে নিতে হয়, কতটুকু ডুবে গিয়ে,
পুনরায় ভেসে এসে, দাঁত চেপে, দৃঢ়তর পেশী,
যেতে হয় নুনের গভীরে ।

সমুদ্রমন্থনকথা লেখা আছে সকল পুরাণে,
তুমি লেখো ডুবুরীকাহিনী ।

No comments:

Post a Comment