Thursday, April 17, 2014

ওড়ো, ডানার কুশলে, হে উড্ডীন ঘুড়ি, লালময়, ওড়ো । তোমার লেজের সুতো বাঁধা আছে কার হাতে, কার লাটাইয়ে, ভুলে যাও, ওড়ো, সুতো ছিঁড়ে যাবার প্রাকমুহূর্তটুকু চরম রোমাঞ্চকর, মনে হবে, শূন্যভেদী অথবা শূন্যের তুমিই শাসক । এও এক নেশা, যে ওড়ায় আর যে উড়ছে, দুজনেই বলে ওঠে, চিয়ার্স চিয়ার্স ! বোকা লোকটিকে বলা গেছে, নরকেই যাও, সঙ্ঘহীন পথে । এবার গ্লাসের ফেনা, বুদবুদ, উপচে পড়ছে সুখ । সুতো ছিঁড়ে যাবার কথাও ভুলে যাও । উড্ডীন হে ঘুড়ি, তাকিও না নিচে, ওড়ো, উড়ে যাও । পতন সময় এলে, দেখবে লাটাই নেই, লাল গেছে ভিজে, একা তুমি ঝুলে আছো কোনো এক ডালে, ফাঁসিতে লটকে থাকা অসহায় পুরুষের মত, শব হয়ে ।

No comments:

Post a Comment