Thursday, April 17, 2014

কাল থেকে টানা চারদিন সরকারি ছুটি । যদিও ছুটির আনন্দ নেই এখন আর । ব্যস্ত থাকতে হবে সরকারি কাজেই । হাস্যকর এই সব কাজ । তবু পেটের দায় ! আজ, এসবের ফাঁকে, রিমিকে পাঠাতে হবে গদ্য, যা না পাঠালেই নয় । কাল পাঠালাম সমরেন্দ্র দাসকে । আত্মপ্রকাশ আবার বের করছে সমরেন্দ্র । সত্তরের দশকে অন্যতম সেরা কাগজ ছিলো এই আত্মপ্রকাশ । এমন সুসম্পাদিত কাগজ খুব কম দেখা যায় । তখন বেরুতো অজ্ঞাতবাস । কৃষ্ণনগর থেকে দেবদাস আচার্যও একটা সুন্দর কাগজ করতেন । মেদিনীপুর থেকে বররুচি বের করতো শ্যামলকান্তি দাশ । পুরুলিয়া থেকে সৈকত রক্ষিতেরা বের করতেন আমরা সত্তরের যিশু । কৌরব তো তখনই বাংলা কবিতার জগত কাঁপাচ্ছে । পুরাণো সে সব কাসুন্দি থাক । আমাকে এখন লিখতে হবে রাতদিন । অনেকেজনকেই কথা দিয়েছি, লিখে উঠতে পারিনি । চারটে গল্প তার আগে শেষ করতে হবে আমাকে । এই গরমে, হাঁসফাঁস করতে করতে. ভাবছি, এক ফাঁকে, লিখে ফেলবো সব লেখা । তুমি পড়বে তো ? না কি উনুনের আগুনে ফেলে দেবে সব লেখা ?

No comments:

Post a Comment