Thursday, April 17, 2014

আজ বড় বেশি করে যার কথা মনে পড়ছে, তিনি বিবেকানন্দ । কুত্‍সা তাকে ঘিরে ধরেছিলো অক্টোপাসের মতো । জর্জরিত ছিলেন মিথ্যা অপবাদে । ধৈর্য হারিয়েও ফেলেছিলেন একসময় । তবু তিনি আপন মহিমায় ঈর্ষাকাতর কুত্‍সারটনাকারীদের বেড়াজাল থেকে এসেছিলেন বেরিয়ে । আজ কেউ মনে রাখেনি কুত্‍সারটনাকারীদের নাম । আর তিনি, আমার প্রণম্য ।

No comments:

Post a Comment