Monday, April 7, 2014

নারী নির্যাতন বা ধর্ষণ মারাত্মক এক ব্যাধি । ক্যানসারের মত ছড়িয়ে পড়ছে দ্রুত । কে দায়ী, এ নিয়ে তর্কবিতর্কের অন্ত নেই । পুরুষতন্ত্রের কুফল বললেও ভুল বলা হবে না একে । আমাদের এই দেশে ভ্রুণহত্যা থেকে শুরু করে পণপ্রথার পেছনে এই পুরুষতন্ত্র । তার উপর মিডিয়ার বাড়াবাড়ি, ভুলশিক্ষা পদ্ধতি, ব্লুফিল্মের আধিক্য কম দায়ী নয় । এসবের সঙ্গে জড়িয়ে আছে রাজনীতিও । কলকাতায় প্রতিটি নারীনির্যাতনের ক্ষেত্রে যেভাবে মানুষ প্রতিবাদ করছেন, তা অভিনন্দনযোগ্য । পশ্চিমবঙ্গের তুলনায় আমাদের এই ছোটোরাজ্যে নারীনির্যাতন বা ধর্ষণ হচ্ছে তা ভয়ংকয ও বিস্ময়কর । অবাক লাগে অধিকাংশ ক্ষেত্রেই শাসকদলের কর্মী ও নেতারা এসব ধর্ষণকাণ্ডে জড়িত থাকে এবং তাদের বাঁচানোর জন্য তত্‍পর হয়ে ওঠে পুলিশ ও নেতারা । কোনো প্রতিবাদ নেই, নারী কমিশন এক নিদ্রামগ্নসংস্থা যার কোনো ভূমিকা নেই । প্রতিবাদের ভাষাও যখন perchaged হয়ে যায়, তখন বুঝতে হবে, এ বড় সুখের সময় নয় ।

No comments:

Post a Comment