Monday, April 7, 2014

বিন্দু থেকে রেখা অবধি যাবার পথে এত খানাখন্দ, দিশাহারা হতে হয় । জ্যামিতি বুঝি না । ফলে ঐ ত্রিভুজ, তার রহস্যময় গভীর উপত্যকা হাতছানি দেয় রোজ । রেখা ক্রমে বাহু হতে থাকে আর লক্ষ্য করি, ত্রিভুজের প্রকারভেদের মূলে ঐ অসম রেখাগুলি । দুটি রেখা যে বিন্দুতে মেলে, তাকে যদি কোণ বলি, তোমার ঐ জঙ্ঘা সৃষ্টি করেছে অসংখ্য কোণ । আকার বা ডিগ্রী বুঝি না, কম্পাস হাতে চেয়ে থাকি পিথাগোরাসের দিকে । তিনিও কি আমার মত মধ্যরাতে তোমার শরীরে জ্যামিতির সূত্র খুঁজেছেন একা একা ? অনুসিদ্ধান্তের আগে পনেরো মিনিট মুগ্ধ ছিলেন সম্পাদ্যে ? না কি উপপাদ্যটির টানে শঙ্কু ও ঘনকে মেতেছেন সারারাত ?

No comments:

Post a Comment