Monday, April 7, 2014

২০ এপরিল কলকাতা যাচ্ছি । ব্যক্তিগত কারণে । ভোটের গরম আর গনগনে তাপ থাকবে তখন, এখনই সেখানে প্রায় ৪০ ডিগ্রী তাপ । আমাদের রাজ্যটি কলকাতাকে অনুসরণ করেছে আবহাওয়ার ক্ষেত্রে । এখানেও ৩৭ ডিগ্রীর উপরে । ভোট উত্তাপহীন এবং বিরোধীহীন । তাপের হেরফের খারাপ লাগে একমাত্র আন্তরিকতার ক্ষেত্রে । উত্তাপহীন আন্তরিকতার কোনো দাম নেই আমার কাছে । গত অক্টোবরে, অভাবিতভাবে অশোক মাহাতোর আন্তরিকতার সান্নিধ্য পেয়েছি । একরাত কাটাতে হয়েছে অশোকের টবিনরোডের ফ্ল্যাটে । নিজে গাড়ি চালিয়ে নিয়ে গেছে রাতের গঙ্গাদর্শনে । নন্দিতা ভট্টাচার্যের ভালোবাসার টানে প্রায় মাঝরাতে চড়াও হয়েছি তার বাগুইহাটির ঘরে । সুদূর আমেরিকা থেকে সে এনেছিল রেড ওয়াইন । আমার জন্য । প্রীতি আচার্যর বন্ধু অর্ণব দত্ত প্রতিটি মুহূর্ত সান্নিধ্য দিয়েছেন আমাদের । আর পুরুলিয়া থেকে ছুটে এসেছেন কবি অনাময় কালিন্দী এবং দুর্গাপুর থেকে প্রদীপ চক্রবর্তী । সামান্য কয়েকটি দিন । অথচ কেটেছে আন্তরিকতায় । এর মধ্যে কবি রাহুল পুরকায়স্থর রথতলার ফ্ল্যাটেও যেতে হয়েছে তার ভালোবাসার টানে । এবারও এই দহনসময়ে আশা করি তাদের উত্তাপ পাবো ।

No comments:

Post a Comment