Monday, April 7, 2014

ফ্রাঙ্কা কোলম্যান, হাত রেখেছো আগুনে । /তোমার নগর পোড়ে, আমারও দেশ ।/ সহস্র আগুনগাড়ি ছুটে যাচ্ছে ভিক্ষাপাত্র হাতে । / তোমার নগর কাঁদে, আমার এ দেশ, ফ্রাঙ্কা কোলম্যান, প্রতারিত ডানে আর বামে ।/দুজনেই দাঁড়িয়েছি এসে অন্ধ নদীটির কাছে ।/ তোমাকে ফেরাবে না সে, আমাকেও রেখো পাশে পাশে ।/দমকল ছুটে আসে, মিডিয়ার মতো, অন্তর দেখে না তারা/ পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে তোমার নগর/আমার এ দেশ ।

No comments:

Post a Comment