Thursday, April 17, 2014

ঐ হাঁ, মেলে ধরা জিহ্বা সহ টেনে নিচ্ছে অপ্রাকৃতস্বরে. দেখো, অর্জুনের মত দেখো এক শূন্য, প্রলয়রচিত মহাশূন্য, গিলতে আসছে খড়ি, মাটি. সমুদ্র ও নুন । অর্থ থেকে অনর্থের দিকে যেতে যেতে, হা হা করে হাসছে, ঢেউ আর ঢেউ, ভেঙে পড়ছে সৈকত, বালির ঐ সমাহার, তেতে আছে মৃত বালি, মৃতরাও জেগে ওঠে সঙ্ঘের প্রভাবে. দেখো. সঙ্ঘ ভেঙে যায় শূন্যগ্রাসে । কুরুক্ষেত্র থেকে উঠে আসা ঐ হাঁ, জেনে নিও, কুরুদলে শিখণ্ডী ব্যতীত তুমি আর কিছু নও, তোমার উদ্যত তর্জনীও গিলে খাবে ।

No comments:

Post a Comment