Monday, March 16, 2015

ত্রিপুরায় বেড়াতে এলে, ঠকে যাবার ষোলো আনা চান্স আছে, এর মানে, এই নয়, যে, ত্রিপুরায় আসবেন না !
ত্রিপুরায় এসে কি দেখতে চান, আগে স্থির করুন !
1. প্রকৃতি
2. ঐতিহাসিক স্থান
3. ধর্মীয় স্থান
মূলত এই তিনটিই দর্শনীয় !
সাধারণত, বাইরে থেকে যারা আসেন, পর্যটন নিগম থেকে তাদের দেখানো হয় নীরমহল, সিপাহীজলা আর মাতারবাড়ি ত্রিপুরেশ্বরী মন্দির, কখনও বা কসবা কালীবাড়ি, আরও দুয়েকদিন থাকলে ঊনকোটি ও জম্পুই হিলস, ব্যস, আপনার ত্রিপুরা দেখা এখানেই শেষ !
এই ভুল আপনি করবেন না ! আপনি প্রকৃতি প্রেমিক হলে, আপনাকে যেতে হবে গহীন জঙ্গলে, যদিও ত্রিপুরা সরকারের সৌজন্যে জঙ্গল মানেই রাবার বাগান ! সবুজের সমারোহ ? সে আর কিছু নয়, ঐ রাবার বাগান ! এই বিষ-আবহ ছাড়িয়ে, আপনি চলে যেতে পারেন ছবিমুড়া ! নৈসর্গিক সৌন্দর্য, এমন আর কোথাও সচরাচর পাবেন না ! চাঁদনী রাতে গোমতীর বুকে নৌবিহার, ফিরে এসে, গোমতীর তীরেই কটেজে এখানকার ট্রাইবেলরচিত মদ আর শুয়োরের ভর্তা আপনার ভ্রমণকে স্বর্গীয় করে তুলবে, এতে কোনো সন্দেহ নেই ! পরদিন চলে যান ডম্বুর লেক, চাকমা রমণীদের হাতে মাছ ভাজা খান নৌকোয় বসে ! ইচ্ছে করলে পার্বত্য চট্টগ্রামের খুব কাছেও চলে যেতে পারেন ! ডম্বুর চিলকা নয়, তবু দিগন্ত বিস্তৃত অথৈজলের উপর এই নৌভ্রমণের আনন্দ অপার্থিব !
ইতিহাসবিলাসী হলে, ত্রিপুরায় আপনাকে আসতেই হবে ! 1971-এ বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রথম বাহিনী যেখান থেকে 'গো মার্চ' শুরু করেছিলো, মুক্তিযোদ্ধাদের ক্যাম্প না দেখলে, বিশ্বাসই করতে পারবেন না, ভাষার আবেগ ধর্মের চেয়ে অনেক বড় !
ইতিহাসবিস্মৃত পেটিকারা রাজবংশের রাজধানীও ছিল এই ত্রিপুরায়, এখন তা পিলাক নামে খ্যাত !
এরকম অনেক অদেখা ও অজানা স্থান এখানে আছে, যা আপনার ভ্রমণপিপাসু মনকে নির্মল আনন্দ দেবে !

No comments:

Post a Comment