Monday, March 16, 2015

জীবনানন্দ দাস পরবর্তীকালে, বাংলা কবিতা বাঁক নিয়েছিলো মূলত কৃত্তিবাস গোষ্ঠীর হাতে ধরে ! এটা ইতিহাস ! ইতিহাসের বাইরেও কিছু তথ্য থাকে, যা চিরকাল থেকে যায় আড়ালে, ফলে বঞ্চিত হয়েছে পাঠকের বড় একটা অংশ ! মণীন্দ্র গুপ্ত, রমেন্দ্রকুমার, কেদার ভাদুড়ীর কথা আমপাঠক জানেনই না !
আবার রাজেশ্বরী দেবী, কবিতা সিংহ, নবনীতা দেবসেন, বিজয়া মুখোপাধ্যায়, দেবারতি মিত্র হয়ে বাংলা কবিতা যাদের হাতে সমৃদ্ধ হচ্ছে, মহিলা কবি বললে যারা আমাকে মারতে আসবেন, সেই চৈতালী চট্টোপাধ্যায়, সুতপা সেনগুপ্ত, সংযুক্তা বন্দ্যোপাধ্যায়, শ্বেতা চক্রবর্তী, কচি রেজা যশোধরা রায়চৌধুরী বা আরও এমন অনেক, যাদের কবিতা আমাকে মুগ্ধ করে রাখে ! বাংলা কবিতা পুরুষপ্রধান হয়ে, ছিলো অনেকদিন, এখন আর তা নেই ! তার রূপ পালটে যাচ্ছে খুব দ্রুত, তারপরও মাঝে মাঝে হতাশ হতে হয়, যখনদেখি, অপর কোনো ভাষায় এর চাইতে অনেক ভালো লেখা হচ্ছে ! মনে হয়, পিছিয়ে যাচ্ছে বাংলা কবিতা !
তাহলে কি বাংলা কবিতার বাঁক নেবার সময় ঘনিয়ে এসেছে ? কাদের হাত ধরে সে বাঁক নেবে, তা জানার কৌতুহল সহ বলবো, কলকাতা বা ঢাকা নয়, তা হয়তো হবে উত্তরবঙ্গ, উত্তর-পূর্ব ভারত বা ময়মনসিং, পাবনা, রাজশাহী, বরিশাল বা সিলেটের কোনো তরুণ গোষ্ঠীর হাত ধরে !
অনাগত সেই দিন আর কতদূর ?

No comments:

Post a Comment